ইসলামী সমাজের বুনিয়াদ

লিখেছেন লিখেছেন আসির মুহতাদি ১১ আগস্ট, ২০১৩, ০৬:২৩:৩৪ সন্ধ্যা

১।আল্লাহর সাথে কাউকে প্রভূ ও মা'বুদ মানা যাবে না। ২।পিতামাতাকে সম্মান ও তাঁদের আনুগত্য করতে হবে। ৩।আত্মীয় কুটুম্ব, মিশকিন ও মুসাফিরদের হক আদায় করতে হবে। ৪।অপব্যয় ও অপচয় করা যাবে না। ৫।দারিদ্র ও অনটনের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। ৬।ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না ৭। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না । ৮।ইয়াতিম,অক্ষম,দূর্বল ও অসহায় লোকদের সাহায্য করতে হবে। ৯।আপন অঙ্গীকার পূর্ণ করতে হবে। ১০।ওজন ও মাপ জোখের সময় দাঁড়িপাল্লা ও মাপকাঠি ঠিক রাখতে হবে। ১১।যে বিষয়ের জ্ঞান নেই, তার পেছনে ছুটা যাবে না। ১২।জমিনের ওপর অহংকারের সাথে চলা যাবে না।

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File